২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ ■ ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
Search
Close this search box.

হকির জুনিয়র বিশ্বকাপে বাংলাদেশ

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Print

খেলা ডেস্ক,অমৃতালোক :

১৯৮৫ সালে ঢাকায় বঙ্গবন্ধু স্টেডিয়ামে এশিয়া কাপ হকির আসর বসেছিল। ভারত ও পাকিস্তান খেলছিল ঘাসের মাঠে। প্রতিদিন উপচে পড়া দর্শক। শেরাটন হোটেলে পাকিস্তান, ভারতসহ অন্যান্য দলের আবাসন। সেখানেও ভিড় সামাল দিতে নিরাপত্তাকর্মীদের হিমশিম খেতে হয়েছিল। এশিয়া কাপের ফাইনালে গ্যালারিতে জায়গা নেই। মাঠে ঢুকে পড়েছিল দর্শক। মাঠের টাচ লাইন ঘিরে দর্শক দাঁড়িয়ে দাঁড়িয়ে ফাইনাল খেলা দেখেছিল।

হকির সেই উত্তেজনার পারদ দেশের ঘরে ঘরে মানুষকে ছুঁয়ে গিয়েছিল। সাধারণ মানুষের মুখে ফুটবলের সঙ্গে হকির আলোচনায় গুরুত্ব পেয়ে গেল। স্কুল থেকে শুরু করে সবপ্রান্তের মানুষ, হকি খেলতে শুরু করল। গাছের ডাল ভেঙে স্টিক বানিয়ে টেনিস বল দিয়ে হকি খেলার চর্চা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মাঠে মাঠে দেখা গিয়েছিল।

সেসব স্মৃতির কথা আজও মানুষের মনে গেঁথে আছে। এত জনপ্রিয়তা পাওয়ার পরও বাংলাদেশের হকি আগাতে পারেনি। অর্জন করতে পারেনি বিশ্বকাপের মঞ্চে খেলার যোগ্যতা। অবশেষে ছোটদের বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২১ হকি দল। আগামী ডিসেম্বরে ভারতে জুনিয়র বিশ্বকাপ (অনুর্ধ্ব-২১) হকিতে খেলবে সাত দেশ। সেখানে বাংলাদেশ নিজেদের জায়গা করে নিয়েছে।

দেশের হকিতে এমন অর্জন আর আসেনি। ৫৩ বছর হয়ে গেল দেশের স্বাধীনতা এসেছে। দেশের খেলাধুলার প্রসার ঘটেছে। কিন্তু হকিতে কোয়ালিফাই করে বিশ্বকাপে খেলার সুযোগ আসছিল না। ১৯৮৪ সাল থেকে জুনিয়র বিশ্বকাপের বাছাই খেলে আসছিল বাংলাদেশ। কোনোবারই যোগ্যতা অর্জন করতে পারেনি। অধরা স্বপ্ন বারবার হাত ফসকে যাচ্ছিল। বারবার ব্যর্থ মনে ফিরে আসতে হয়েছিল। এবার সেই স্বপ্নের চূড়ায় উঠতে পেরেছেন বাংলার যুবারা।

মানের মাসকটে অনুষ্ঠিত হচ্ছে জুনিয়র এশিয়া কাপ (অনূর্ধ্ব-২১) হকি টুর্নামেন্ট। এই টুর্নামেন্টের দুই গ্রুপে খেলা ১০ দলের মধ্যে সাত দল খেলবে অনূর্ধ্ব-২১ বিশ্বকাপে। গতকাল স্থাননির্ধারণী খেলায় বাংলাদেশ ৭-২ গোলে থাইল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপ নিশ্চিত করে। গ্রুপ পর্বে বাংলাদেশ প্রথম খেলায় ৩-১ গোলে ওমানকে হারায়, দ্বিতীয় ম্যাচে পাকিস্তানের কাছে ৬-০ গোলে হারে, শক্তিশালী মালয়েশিয়ার বিপক্ষে ২-২ গোলে ড্র হয়, চীনের বিপক্ষে ১-১ গোলে ড্র হয়। আর গতকাল থাইল্যান্ডকে হারায়।

থাইল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ বরাবরই ফেভারিট। তারা সেটাই করেছে। ৪ কোয়ার্টারে বাংলাদেশের আধিপত্য ছিল। জয় ২, আব্দুল্লাহ ২, আমিরুল ইসলাম, হাসান, খান ১টি করে গোল করেন। ম্যাচ সেরা খেলোয়াড় হয়েছেন আমিরুল ইসলাম। কালকের জয়ে বাংলাদেশ আরো একটি ম্যাচ খেলবে আজ, চীনের বিপক্ষে। বাংলাদেশের হকির জন্য এটি বিরাট অর্জন। বাংলাদেশ দলের প্রথম অধিনায়ক আব্দুস সাদেক মহাখুশি। বললেন, ‘আমাদের হকির জন্য অনেক বড় প্রাপ্তি। এত সংকটের মধ্যেও ছেলেরা ভালো খেলেছে। দেশকে সুখবর দিয়েছে। আগে কখনো হয়নি, এবারই প্রথম বাংলাদেশ জুনিয়র বিশ্বকাপে খেলবে।’

নিউজটি ‍শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

আরো খবর

বিভাগীয় সংবাদ