১৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ ■ ৩০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

ভোলায় নিখোঁজ জেলের মরদেহ ৯ দিন পর উদ্ধার

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Print

নিজস্ব প্রতিবেদক,অমৃতালোক :

ভোলার মেঘনা নদীতে বালুভর্তি নৌযানের (বাল্কহেড) ধাক্কায় মাছ ধরার নৌকাডুবিতে নিখোঁজ জেলে দুলাল মাঝির মরদেহ ঘটনার নয়দিন পর উদ্ধার হয়েছে।

বুধবার (২৯ ডিসেম্বর) বিকেলে ঘটনাস্থল থেকে প্রায় ৫ কিলোমিটার দূরে লাশটি ভেসে ওঠে।

এর আগে, গেল ২১ জানুয়ারি সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সদর উপজেলার শিবপুর ইউনিয়নের ভোলার খাল নামক মাছঘাট সংলগ্ন মেঘনা নদীতে একটি বাল্কহেড এর ধাক্কায় দুলাল মাঝিসহ তার নৌকাটি ডুবে যায়। দুলাল মাঝি শিবপুর ইউনিয়নের মো. নুরুল ইসলাম মাঝির ছেলে।

পুলিশ ও নিখোঁজ জেলের পরিবার সূত্রে জানা যায়, গেল ২১ জানুয়ারি সন্ধ্যায় মেঘনা নদী থেকে মাছ শিকার করে দুলাল মাঝি ঘাটে ফিরছিলেন। এসময় বালুভর্তি একটি বাল্কহেড তার নৌকাটিকে ধাক্কা দেয়। মুহুর্তের মধ্যে নৌকাটি ডুবে গেলে অন্য জেলেরা তা টেনে তীরে নিয়ে আসে। কিন্তু, ধাক্কা খাওয়ার সঙ্গে সঙ্গে দুলাল মাঝি নৌকা থেকে ছিটকে নদীতে পড়ে যান। এরপর থেকেই তিনি নিখোঁজ হন।

খবর পেয়ে কোস্টগার্ড দক্ষিণ জোন, ইলিশা নৌ-পুলিশ এবং ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে ছুটে যায়। এরপর টানা ২ দিন উদ্ধার অভিযান চালিয়েও দুলাল মাঝিকে পাওয়া যায়নি।

এদিকে, দুলাল মাঝির লাশ মেঘনা নদী থেকে উদ্ধার করে বাড়িতে নিয়ে গেলে স্বজনরা আহাজারিতে ভেঙে পড়ে । বাবাকে হারিয়ে বারবার মূর্ছা যাচ্ছেন তার ছেলে সন্তান।

 

নিউজটি ‍শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

আরো খবর

বিভাগীয় সংবাদ