১৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ ■ ৩০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

বাবুগঞ্জ পাইলট বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Print
রবিন চৌধুরী, অমৃতালোক
বাবুগঞ্জের কৃতিসন্তান, শিক্ষানুরাগী, জনতা ব্যাংকের সাবেক জিএম মোঃ মফিজুল ইসলামকে সভাপতি করে বাবুগঞ্জ পাইলট বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের নতুন অন্তবর্তীকালীন (অ্যাডহক) কমিটির অনুমোদন দিয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড বরিশাল।
নবনিযুক্ত অন্তবর্তীকালীন (অ্যাডহক) কমিটির সভাপতি মোঃ মফিজুল  ইসলাম বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বাবুগঞ্জ পাইলট বালিকা বিদ্যালয়ের জমিদাতা মরহুম মোঃ আবদুস সালাম সিকদার এর পুত্র এবং জনতা ব্যাংক পিএলসি’র সাবেক মহা ব্যবস্থাপক।
০৫ ফেব্রুয়ারি বুধবার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ইসলাম মিয়াকে  সদস্য সচিব করে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড কর্তৃক ৪ সদস্য বিশিষ্ট অন্তবর্তীকালীন (অ্যাডহক) কমিটির শিক্ষক সদস্য হিসেবে মনোনীত হয়েছে সনজিব দাস । এছাড়াও কমিটিতে বিশিষ্ট সমাজসেবক মোঃ ফিরোজ হাওলাদারকে অভিভাবক সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে।
আগামী ৬ মাস এই অ্যাডহক কমিটি দায়িত্ব পালন করবে বলে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে  নির্ধারিত সময়ের মধ্যে নিয়মিত গভর্নিং বডি গঠনের কার্যক্রম সম্পন্ন করতে হবে এ কমিটিকে।
অমৃতালোক/সারাদেশ/বরিশাল

নিউজটি ‍শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

আরো খবর

বিভাগীয় সংবাদ