১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ ■ ৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
Search
Close this search box.

নাসির আল মামুন ভোলা মিডিয়া ক্লাবের উপদেষ্টা মনোনীত

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Print
নিজস্ব প্রতিবেদক, অমৃতালোক :

বিশিষ্ট সাংবাদিক জাতীয় দৈনিক “আজকাল” সম্পাদক নাসির আল মামুন ভোলা মিডিয়া ক্লাবের উপদেষ্টা মনোনীত হয়েছেন। ভোলা মিডিয়া ক্লাবের কার্যনির্বাহী কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।
জাতীয় প্রেসক্লাবের স্থায়ী সদস্য নাসির আল মামুন বর্তমানে সার্ক জার্নালিস্ট ফোরাম, বাংলাদেশ চ্যাপ্টারের প্রেসিডেন্ট। জনাব আল মামুনের সাংবাদিকতার শুরু জন্মভূমি এই দ্বীপজেলা ভোলা থেকেই।
দীর্ঘ ৪১ বছররের কর্মজীবনে নাসির আল মামুন বিভিন্ন জাতীয় দৈনিক ও সাপ্তাহিক পত্রিকায় বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন। ১৯৯৫ সালে তিনি নিজ মাতৃভূমি ভোলা থেকে প্রকাশ করেন দ্বীপজেলার প্রথম রঙিন সাপ্তাহিক ‘ভোলা বার্তা’। জাতীয় দৈনিক “খবরপত্র” পত্রিকার প্রতিষ্ঠাতা জনাব নাসির আল মামুন মাত্র ২৭ বছর বয়সে পত্রিকাটির ডিক্লারেশন প্রাপ্তির মাধ্যমে ঢাকা থেকে প্রকাশনা ও সম্পাদনা শুরু করে তার দীর্ঘ স্বপ্নের বাস্তবায়নে সকলকে চমৎকৃত করেন । তিনি নভেম্বর ১৯৯৬ থেকে আগস্ট ২০০৩ পর্যন্ত ৬ বছর দৈনিক খবরপত্রের সম্পাদক ও প্রকাশক ছিলেন। বর্তমানে দৈনিক খবরপত্র ভোলা-২ আসনের সাবেক এমপি জনাব হাফিজ ইব্রাহিমের মালিকানাধীনে প্রকাশিত হচ্ছে। পরবর্তীতে নাসির আল মামুন তৎকালীন যোগাযোগ মন্ত্রী প্রয়াত ব্যারিস্টার নাজমুল হুদার আহবানে তার মালিকানাধীন দেশের প্রথম রঙিন ট্যাবলয়েট ‘সাপ্তাহিক খবরের অন্তরালে’র সম্পাদকের দায়িত্ব গ্রহণ করেন। বর্তমানে বাংলাদেশ সেক্রেটারিয়েট জার্নালিস্ট এসোসিয়েশনের(জেবস) সিনিয়র সহ-সভাপতি নাসির আল মামুন ১৯৯৫ সালে প্রতিষ্ঠাকালীন থেকেই ঢাকা রিপোর্টার্স ইউনিটির স্থায়ী সদস্য। বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সদ্য সাবেক সিনিয়র সহকারি মহাসচিব নাসির আল মামুন বর্তমানে বাংলাদেশ সংবাদপত্র ফাউন্ডেশনের সিনিয়র সহ-সভাপতি, বাংলাদেশ সংবাদপত্র শিল্প পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক, বাংলাদেশ পিরিওডিক্যাল নিউজপেপার সোসাইটির সাংগঠনিক সম্পাদক ও বাংলাদেশ সংবাদপত্র পরিষদের সক্রিয় সদস্য। এছাড়াও নাসির আল মামুন ঢাকা সাংবাদিক ইউনিয়ন, ঢাকা সাংবাদিক সমবায় সমিতি লি. ও ঢাকা রিপোর্টার্স ইউনিটি বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের সক্রিয় সদস্য। ঢাকাস্থ ভোলা সমিতির পৃষ্ঠপোষক সদস্য নাসির আল মামুন ঢাকাস্থ ভোলা উপজেলা সমিতির মিডিয়া সম্পাদকের দায়িত্বে রয়েছেন।

নিউজটি ‍শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

আরো খবর

বিভাগীয় সংবাদ