১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ ■ ৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
Search
Close this search box.

দৌলতখানে রাতের আঁধারে কবর খুঁড়ে ৫ কঙ্কাল চুরি !

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Print
দৌলতখান প্রতিনিধি , অমৃতালোক 
ভোলার দৌলতখানে রাতের আঁধারে কবর থেকে খুড়ে ৫টি কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে ছেষ। শনিবার ( ৮ ফেব্রুয়ারি) ভোর রাতে দৌলতখান উপজেলার উত্তর জয়নগর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের কামাল পাটোয়ারী বাড়ি জামে মসজিদের পাশে মীর বাড়ির পারিবারিক কবরস্থান থেকে মাটি খুঁড়ে এ ৫টি কঙ্কাল চুরির ঘটনা ঘটে। এতে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ও শঙ্কা দেখা দিয়েছে।
কবরগুলো হলো ওই এলাকার বাসিন্দা লতিফ হাওলাদার, হাজেরা বেগম, আবুল খায়েরের। বাকি দুই ব্যক্তির নাম জানা যায়নি।
স্থানীয় বাসিন্দা নুর সলেমান জানান, মীর বাড়ির পারিবারিক কবস্থানে প্রায় ৫০টির বেশি কবর রয়েছে। সেখান থেকে ভোর রাতে ৫ টি কবর থেকে কঙ্কাল চুরি হয়। হঠাৎ কঙ্কাল চুরি হওয়ায় এলাকায় আতংক ছড়িয়ে পড়ে।
দৌলতখান থানার (ওসি) জিল্লুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এঘটনায় কে বা কারা জড়িত , তা তদন্ত করবে পুলিশ। কঙ্কাল চোরদের গ্রেপ্তার করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি ‍শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

আরো খবর

বিভাগীয় সংবাদ