১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ ■ ৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
Search
Close this search box.

ট্রাম্প প্রশাসনের তিন কর্মকর্তার বিরুদ্ধে এপির মামলা

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Print

নিউজ ডেস্ক,অমৃতালোক :

প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের কিছু ইভেন্ট, ওভাল অফিস এবং এয়ারফোর্স ওয়ান থেকে বার্তা সংস্থা এপিকে নিষিদ্ধ করার দায়ে ট্রাম্প প্রশাসনের তিনজন কর্মকর্তার বিরুদ্ধে ফেডারেল আদালতে মামলা করেছে এপি। মামলায় এপি অভিযোগ করেছে যে, এর মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের সংবিধানের প্রথম সংশোধনী লঙ্ঘন করা হয়েছে। শুক্রবার স্থানীয় সময় বিকেলে ওয়াশিংটনে ইউএস ডিস্ট্রিক্ট কোর্টে এই মামলা দাখিল করা হয়েছে। এতে জরুরিভিত্তিতে শুনানি করার দাবি জানিয়েছে এপি। একই সঙ্গে ওই নিষেধাজ্ঞাকে অসাংবিধানিক ঘোষণা এবং তা প্রত্যাহারের দাবিতে আদালতের নির্দেশ চাওয়া হয়েছে। উল্লেখ্য, এই মামলার বিচারক ট্রেভর ম্যাকফাডেনকে নিয়োগ দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। ফলে শুনানি কোনদিকে যায় তা বলা কঠিন। এ বিষয়ে মন্তব্য করতে রাজি হয়নি ট্রাম্প প্রশাসন। এ মাসের শুরুর দিকে হোয়াইট হাউসে নিষিদ্ধ করা হয় বিশ্বের অন্যতম বৃহৎ বার্তা সংস্থা এপি’কে। তাদের অপরাধ তারা গালফ অব মেক্সিকোকে এই নামেই উল্লেখ করে আসছিল। কিন্তু ট্রাম্প ক্ষমতায় এসে গালফ অব মেক্সিকোকে নাম দিয়েছেন ‘গালফ অব আমেরিকা’। এ সপ্তাহের শুরুর দিকে ট্রাম্প এক সংবাদ সম্মেলনে বলেন এপি গালফ অব আমেরিকা বলতে অস্বীকৃতি জানিয়েছে। এই ইভেন্টে এপি’কে যোগ দিতে দেয়া হবে না।

নিউজটি ‍শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

আরো খবর

বিভাগীয় সংবাদ