২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ ■ ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
Search
Close this search box.

চরফ্যাশনে প্রধান শিক্ষকের মাথা ফাটালো সহকারি শিক্ষক

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Print
চরফ্যাশন অফিস,অমৃতালোক :
প্রধান শিক্ষকের মাথা ফাটিয়ে দিলেন সহকারি শিক্ষকসহ বহিরাগতরা। চরফ্যাশন উপজেলার হাজারীগঞ্জ ইউনিয়নের গোলদারহাট বাজার সংলগ্ন গোলদারহাট মাধ্যমিক বিদ্যালয়ে এ হামলার ঘটনা ঘটে। মঙ্গলবার (৩১ডিসেম্বর) বেলা ১১টায় বিদ্যালয় অফিস কক্ষে বিদ্যালয় পরিচালনা কমিটিতে সভাপতি নাম প্রস্তাব নিয়ে বাকবিতন্ডায় লিপ্ত হয়ে সহকারি শিক্ষক সহ বহিরাগত মারধর করে বলে জানান প্রধান শিক্ষক মাসুদ আলম (৫৫)। তিনি বলেন,সকালে বিদ্যালয় পরিচালনা কমিটিতে সভাপতির নাম প্রস্তাব নিয়ে আলোচনা করা হয়। এসময় জামাল গোলদার,ইমরান গোলদার ও হুমায়ুন গোলদারসহ তারা বলেন,যে এই বিদ্যালয়ের জমি দাতা আমরা আর তাই বিএনপির সাবেক প্রচার সম্পাদক কামাল গোলদারকে সভাপতি কর‍তে হবে। প্রধান শিক্ষক আরও বলেন, কিন্তু বেশিরভাগ শিক্ষক শিক্ষিকাগণ কামাল গোলদারকে নয় একজন গ্রহণযোগ্য ব্যক্তিকে সভাপতি বানাতে চান। আমি  নাম প্রস্তাব উত্থাপন করলে সহকারি শিক্ষক জামাল গোলদার,ইমরান গোলদার এনামূল ও মোস্তফা ফিরুজসহ একাধিক বহিরাগত আমাকে চেয়ার ও লাঠিসোঁটা দিয়ে এলোপাতাড়ি মারধর করে রক্তাক্ত নীল ফোলা জখম করে। এসময় কামাল গোলদার ও হুমায়ুন গোলদার আসেন বিদ্যালয়ে তাদের উপস্থিতেও হুমায়ুনসহ তারা আবারও আমাকে মারধর করে মাথা ফাটিয়ে দেয়। এসময় আমাকে উদ্ধার করতে আসা স্বজন ইমন (২৫) তাইফুর রহমানকে (২৩) বিদ্যালয় কক্ষ আটকিয়ে মারধর করে মাথা ফাটিয়ে দেয় বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা। আহতদের উদ্ধার করে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। শশিভূষণ থানার ওসি তারেক হাসান রাসেল জানান, কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনিপদক্ষেপ নেয়া হবে।

নিউজটি ‍শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

আরো খবর

বিভাগীয় সংবাদ