১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ ■ ৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
Search
Close this search box.

এখনো ভাঙা হচ্ছে ৩২ নম্বরের বাড়ি, মানুষের ভিড়

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Print

নিজস্ব প্রতিবেদক,অমৃতালোক :

রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বরে বৃহস্পতিবার সকাল থেকে শেখ মুজিবুর রহমানের বাড়ি ভাঙা চলছে। গণঅভ্যুত্থানের মুখে ভারতে পালিয়ে যাওয়া আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার বক্তব্য প্রচারকে ঘিরে ভাঙচুরের মুখে পড়েছে বাড়িটি।

বাড়ির সামনের অংশে তিনতলা পর্যন্ত অনেকটাই গুঁড়িয়ে দেয়া হয়েছে। এখনো উৎসুক জনতা স্লোগান দিচ্ছেন ‘মুজিববাদের আস্তানা, ভেঙে দাও গুঁড়িয়ে দাও’, ‘মুজিববাদের আস্তানা বাংলাদেশে হবে না’, ‘দিল্লি না ঢাকা, ঢাকা, ঢাকা’

সর্বশেষ পরিস্থিতি দেখতে রাজধানীর বিভিন্ন জায়গা থেকে মানুষ এসে ভিড় করছেন ধানমন্ডি ৩২-এ। সকাল থেকে থেমে থেমে চলছে ভেকু দিয়ে ভবন ভাঙার কাজ। সকাল ১১টার দিকে সরজমিন এমন চিত্র দেখা গেছে।

বেশিরভাগ মানুষ এসেছেন ধানমন্ডির শেখ মুজিবুর রহমানের বাড়ির সর্বশেষ অবস্থা দেখার জন্য। আশপাশ থেকে যেসব বাসিন্দা যাতায়াত করেন এ রোডে তারাও এসেছেন। কেউ কেউ কাজে যাওয়ার পথে একটু পরিস্থিতি দেখতে গাড়ি থেকে নেমে সবার সঙ্গে কথা বলছেন।

শঙ্কর থেকে আসা রানী নামে এক নারী বলেন, ‘অবস্থা দেখতে আমিও চলে এসেছি। সকাল থেকেই বসে আছি এখানে।’

শফিক নামে একজন বলেন, ‘অফিসে যাইনি আজকে, পরিস্থিতি দেখতে এখানে চলে আসছি।’

এর আগে গতকাল বুধবার রাতে আওয়ামী লীগের ফেসবুক পেজে শেখ হাসিনার বক্তব্য প্রচার করা হয়। পলাতক অবস্থায় তার এই বক্তব্য প্রচারকে ঘিরে ক্ষোভ ছড়িয়ে পড়ে শিক্ষার্থী ও বৈষম্য বিরোধী আন্দোলনে অংশ নেয়াদের মাঝে। দিনেই ঘোষণা দেয়া হয় শেখ হাসিনার বক্তব্য প্রচারের সময় ধানমন্ডির ৩২ এর বাড়ি বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেয়া হবে। রাত আটটার দিকে দলে দলে শিক্ষার্থী ও বিক্ষুব্ধ মানুষ ধানমন্ডি-৩২ এর দিকে যেতে থাকেন। ফটক ভেঙে শিক্ষার্থী ও জনতা ভবনের ভেতরে প্রবেশ করেন। তাদের কেউ কেউ হাতে থাকা লাঠি ও ভারি বস্তু দিয়ে স্থাপনার বিভিন্ন অংশে ভাঙচুর করেন।

লোহার জিনিস খুলে নিতে দেখা যায় কাউ কাউকে। বাড়ির সামনে থাকা শেখ মুজিবুর রহমানের ভাঙা ম্যুরালটিতে ভাঙচুর করা হয়। রাত নয়টার দিকে ভবনের একটি অংশে আগুন জ্বলতে দেখা যায়। শিক্ষার্থী-জনতা বাড়ির ভেতরে এবং বাইরে অবস্থান করে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। তাদের কেউ কেউ ‘মুজিববাদের আস্তানা, ভেঙে দাও গুঁড়িয়ে দাও’, ‘মুজিববাদের আস্তানা বাংলাদেশে হবে না’, ‘দিল্লি না ঢাকা, ঢাকা, ঢাকা’ এমন স্লোগান দেন।

উল্লেখ্য, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে গত ৫ই আগস্ট ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। অভ্যুত্থানের দিনেই শেখ মুজিবুর রহমানের স্মৃতি বিজড়িত বাসস্থান ধানমন্ডি-৩২ নম্বরে ভাঙচুর করে আগুন লাগিয়ে দেয় ছাত্র-জনতা। ভাঙচুর ও অগ্নিসংযোগের কারণে এই ভবনটি পরিত্যক্ত অবস্থায় ছিল। শেখ মুজিবুর রহমানের পারিবারিক এই বাসস্থান সর্বশেষ ‘বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর’ হিসেবে পরিচিত ছিল।

নিউজটি ‍শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

আরো খবর

বিভাগীয় সংবাদ