১৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ ■ ৩০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

ভোলায় জমি নিয়ে সংঘর্ষে ওয়ার্ড বিএনপি সভাপতি নিহত, আহত ৮

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Print
অমৃতালোক প্রতিবেদক :
ভোলায় জমির বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে জামাল হাওলাদার (৫৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন মঙ্গলবার (১ এপ্রিল) ভোলা সদর উপজেলার ভেলুমিয়া ইউনিয়নের কুঞ্জপট্টি গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত জামাল হাওলাদার ভোলা সদরের ভেলুমিয়া ইউনিয়ন ১ নং ওয়ার্ড বিএনপির সভাপতি ছিলেন। সংঘর্ষে জড়িতরা সবাই বিএনপির সমর্থক।
স্থানীয়রা জানান, জমি নিয়ে স্থানীয় ইব্রাহিমের সঙ্গে আলমের দ্বন্দ্ব চলে আসছিল। মঙ্গলবার ( ১ এপ্রিল) দুপুরে উভয় গ্রুপের মধ্যে সালিশ বৈঠকে মীমাংসা করতে যান ওয়ার্ড বিএনপি সভাপতি জামাল।সালিশ শেষে উভয় গ্রুপের মধ্যে তর্ক-বিতর্ক এক পর্যায়ে সংঘর্ষে রূপ নেয়। এতে হামলায় জামালসহ ৮ জন আহত হন।তাদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় জামালকে বরিশাল শেরে বাংলা মেডিক্য়াল হাসপাতালে নেয়ার পথে সন্ধ্যায় তিনি মারা যান।
ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পারভেজ হাসনাইন এবিষয়ে বলেন, সংঘর্ষের ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ কয়েক জনকে আটক করেছে। তবে পরিস্তিতি এখন শান্ত রয়েছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এদিকে উভয় পক্ষের সংঘর্ষের ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়লেও পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করে। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। হত্যার ঘটনায় এ রিপোর্ট লেখা পর‌যন্ত (রাত ১০ টায়) থানায় কোন মামলা হয়নি।

নিউজটি ‍শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

আরো খবর

বিভাগীয় সংবাদ