১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ ■ ৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
Search
Close this search box.

ঈদের জামাতে দ্রুত নির্বাচন চেয়ে দোয়া প্রার্থনা

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Print

নিউজ ডেস্ক,অমৃতালোক :

পুরাতন বাণিজ্য মেলার মাঠে অনুষ্ঠিত ঈদ জামাতে দেশের সার্বিক মঙ্গল কামনা করে দোয়া প্রার্থনা করা হয়েছে। একইসঙ্গে একটি সুন্দর নির্বাচন যেন দ্রুত সময়ের মধ্যে দেওয়া যায় তার জন্যও প্রার্থনা করা হয়েছে।

সোমবার (৩১ মার্চ) সকাল সাড়ে ৮টায় রাজধানীর শেরে বাংলা নগরের এ মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। ঈদের জামাতের এ আয়োজন করে সিটি কর্পোরেশন। ঈদ জামাত শেষে বিশেষ প্রার্থনা করা হয়।

জামাতের ইমামতি করেন ক্বারী গোলাম মোস্তফা এবং বিকল্প ইমাম হিসেবে ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের সহকারী পরিচালক মুফতি জুবাইর আহমদ আল-আযহারী।

মুনাজাতে গোলাম মোস্তফা বলেন, যারা এত সুন্দর একটি ঈদ জামায়াতের আয়োজন করেছে আগামীতে তাদের আরও বড় পরিসরে আয়োজনের তৌফিক দিক। তাদের নেক হায়াত দান করুক।

তিনি বলেন, এখানে উপদেষ্টারা আছেন। দেশের শান্তি প্রতিষ্ঠায় তারা কাজ করছেন। আমরা প্রার্থনা করি, আগামীতে খুব দ্রুত সময়ের মধ্যে যেন তারা নির্বাচন দিতে পারেন।

নিউজটি ‍শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

আরো খবর

বিভাগীয় সংবাদ