মোঃ আরিয়ান আরিফ, অমৃতালোক :
ভোলা মিডিয়া ক্লাবের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে দোয়া ও ইফতার পার্টি অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার শহরের সদর রোডস্থ দৈনিক আমৃতালোক মাল্টিমিডিয়া কার্যালয়ে এই ইফতার পার্টি অনুষ্ঠিত হয়। ইফতার পার্টি ভোলায় কর্মরত সাংবাদিকদের মিলন মেলায় পরিণত হয়।
ইফতার পার্টিতে উপস্থিত ছিলেন, ভোলা মিডিয়া ক্লাবের প্রধান উপদেষ্টা ও দৈনিক অমৃতলোকের সম্পাদক আলহাজ্ব এম. আহাদ চৌধুরী তুহিন, অমৃতালোক মাল্টিমিডিয়া সম্পাদক তরিকুল ইসলাম কায়েদ খান, সহকারী সম্পাদক এম. এ. বারী, ইন্ডিপেনডেন্ট টিভির প্রতিনিধি এডভোকেট নজরুল হক, সিনিয়র সাংবাদিক মোকাম্মেল হক মিলন, কালবেলা’র প্রতিনিধি ওমর ফারুক, বাসস প্রতিনিধি আল আমিন শাহরিয়ার, ভোলা মিডিয়া ক্লাবের সভাপতি ও রুপালী বাংলাদেশের প্রতিনিধি শিমুল চৌধুরী, আমার দেশে’র প্রতিনিধি ইউনুস শরীফ, মর্নিং পোস্ট প্রতিনিধি মো. সুলাইমান, দৈনিক ভোলা টাইমস সম্পাদক মোঃ আলী জিন্নাহ রাজীব,চ্যানেল 24 এর প্রতিনিধি আদিল হোসেন তপু, মানব কন্ঠ প্রতিনিধি আনোয়ার সুজন, দৈনিক অমৃতলোকের সাংস্কৃতি প্রতিবেদক তালহা তালুকদার বাঁধন, এখন টিভির প্রতিনিধি ইমতিয়াজুর রহমান,বশির আহমেদ ,ভোলা মিডিয়া ক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক অমৃতলোকের বিশেষ প্রতিনিধি মো. আরিয়ান আরিফ প্রমুখ। ইফতার পূর্ব আলোচনায় অমৃতালোক সম্পাদক আলহাজ্ব এম এ আহাদ চৌধুরী তুহিন বলেন পেশাদার সাংবাদিকতায় সাংবাদিকদের ঐক্যের কোন বিকল্প নেই।
পেশাদার সাংবাদিকদের মধ্যে ঐক্য না থাকলে এর মধ্যে অসৎ ও হলুদ সাংবাদিকরা সুযোগ করে নেয়।
ভোলা মিডিয়া ক্লাবের প্রত্যেক সদস্য সাংবাদিক বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার করে থাকে। আলোচনা শেষে দোয়া মোনাজাত করেন সাংবাদিক মনিরুল ইসলাম।