১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ ■ ৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
Search
Close this search box.

শেখ হাসিনার ভার্চুয়াল অধিবেশনের ঘোষণার প্রতিবাদে ভোলায় ছাত্র-জনতার বিক্ষোভ

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Print
মোঃ আরিয়ান আরিফ, অমৃতালোক :
নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের সঙ্গে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়াল অধিবেশনে যোগদানের ঘোষণার প্রতিবাদে ভোলায় বিক্ষোভ মিছিল করেছে ছাত্র-জনতা।
বুধবার ( ৫ ফেব্রুয়ারী) রাত ৯ টার দিকে ভোলা প্রেসক্লাবের চত্বরে শহরের বিভিন্ন বিভিন্ন এলাকা থেকে ছাত্র জনতা জড়ো হতে শুরু করে। পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি শহরের বাংলা স্কুল মোড় হয়ে কালীনাথ রায়ের বাজার গিয়ে শেষ হয়।এসময় ফ্যাসিবাদ বিরোধী নানা স্লোগান দেয় বিক্ষোভকারীরা। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ বক্তব্য রাখেন, সদর উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত শাকিল, পৌর ছাত্রদলের আহ্বায়ক জাকারিয়া মঞ্জু, ছাত্রশিবিরের ভোলা শহরের সভাপতি আব্দুল্লাহ আল আল-আমিন, ভোলা সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আরাফাত ইসলাম ইফতি, তানভির হোসেন শুভ, ছাত্র অধিকার পরিষদের জেলা সাধারণ সম্পাদক আরিয়ান আরমান, দপ্তর সম্পাদক রাহাত হোসেন রুমি, কওমি ছাত্র ঐক্য পরিষদের জেলার সিনিয়র সহ-সভাপতি বেলাল মাহামুদ, প্রচার সম্পাদক আশিক মাদানী, সেচ্ছাসেবক দলের নেতা মো. এছহাক ফরাজি প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, শেখ হাসিনা কিছুদিন আগেই বাংলাদেশে একটা গণহত্যা চালিয়েছে। এই ঘটনায় সে ও তার দলের কর্মীরা বিন্দু পরিমাণও লজ্জিত নয়। সে এখনও ছাত্র-জনতাকে দেখে নেওয়ার হুঁশিয়ারি দিয়ে যাচ্ছে। এমনকি ভারতে পালিয়ে থেকে একের পর এক কর্মসূচি দিয়ে যাচ্ছে। তার প্রতি দরদ দেখানো মানে চব্বিশের শহীদের সঙ্গে গাদ্দারি করা। যারা ছাত্র হত্যার সঙ্গে জড়িত ছিল সেসব ফ্যাসিবাদীদের কোনো চিহ্ন বাংলাদেশের মাটিতে রাখতে চাই না। অবিলম্বে শেখ হাসিনাকে দেশে ফেরত এনে তার শাস্তির ব্যবস্থা করতে হবে।

নিউজটি ‍শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

আরো খবর

বিভাগীয় সংবাদ