৩রা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ ■ ২০শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
Search
Close this search box.

মনপুরায় জেলেদের সাথে পানি সম্পদ এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রনালয়ের সচিবের মতবিনিময়

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Print

সীমান্ত হেলাল, অমৃতালোক, মনপুরা
পানি সম্পদ মন্ত্রনালয়ের সচিব এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রনালয়ের সচিবের সাথে ভোলার মনপুরা উপজেলার বিচ্ছিন্ন ঢালচরের মৎসজীবি ও জেলেদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এক সরকারি সফরে স্পীডবোট যোগে মনপুরার ঢালচরে আসেন দুই সচিব।
শুক্রবার ( ৩১ জানুয়ারি) দুপুরে মনপুরা উপজেলার কলাতলী ইউনিয়নের ঢাল চরে এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার (অতিরিক্ত দায়িত্ব) শুভ দেবনাথ’র সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রনালয়ের সচিব এ.এইচ.এম সফিকুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন পানি সম্পদ মন্ত্রনালয়ের সচিব নাজমুল আহসান।
এসময় প্রান্তিক মৎস্যজীবি জেলেদের পেশাগত উন্নয়ন, জেলেদের মাছ ধরার কৌশল, এবং জেলেদের সুযোগ সুবিধা প্রদানে মতবিনিময় করা হয়। সভায় জেলেরা তাদের বিভিন্ন সমস্যা তুলে ধরেন।
মত বিনিময় সভা শেষে সচিবদ্বয় পানি উন্নয়ন বোর্ডের বিভিন্ন কর্মসূচী পরিদর্শন করেন এবং মনপুরার ঢালচরে নবনির্মিত লঞ্চঘাট রক্ষায় ৩ কোটি ১৭ লক্ষ টাকা বরাদ্ধ ঘোষনা করেন।
এসময় বিচ্ছিন্ন চরাঞ্চলের যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, নদী ভাঙ্গন রোধ, নদীর নাব্যতা রক্ষায় ড্রেজিং ও চরাঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে কাজ করার আশ্বাস দেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রনালয়ের সচিব এ.এইচ.এম সফিকুজ্জামান।
উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ মাহতাব উদ্দিন ভূঁইয়ার সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রনালয়ের উপ সচিব মোঃ কামাল হোসেন, মনপুরা থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আহসান কবির ও বিশিষ্ট ব্যবসায়ি ও সমাজ সেবক জোবায়ের হাসান রাজিব চৌধুরী প্রমূখ।

অমৃতালোক/সারাদেশ/৩১/০১/২৫
#

নিউজটি ‍শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

আরো খবর

বিভাগীয় সংবাদ