অমৃতালোক প্রতিবেদক
তারুণ্য নির্ভর উন্নত, সমৃদ্ধ, বৈষম্যহীন ও জবাবদিহিতা মূলক বাংলাদেশ বিনির্মাণে তৃণমূল পর্যায়ে জন সম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে
ভোলায় বিজয়ের উল্লাসে, তারুণ্যের উচ্ছ্বাসে’- শীর্ষক আলোচনা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল রবিবার সকালে ভোলা দারুল হাদীস কামিল (স্নাতকোত্তর) মাদরাসা মিলনায়তনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রধান অতিথি ভোলা জেলা প্রশাসক মো. আজাদ জাহান।
জেলা তথ্য অফিসের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন দারুল হাদীস কামিল মাদরাসার অধ্যক্ষ আলহাজ্ব মাও: আবুল বাশার আ: রহিম।
এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ভোলা জেলা তথ্য অফিসার শাহ আব্দুর রহিম নুরন্নবী,ভোলা দারুল হাদীস কামিল (স্নাতকোত্তর) মাদরাসা উপদক্ষ্য
মাও: মো: মোবাশ্বিরুল হক নাঈম,বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সম্মনয়কারী রাহিম ইসলাম,ভোলা প্রাইমারি টিচার্স ট্রেনিং ইন্সটিটিউট এর ইন্সট্রাক্টর (সাধারণ) মো. রাশেদুল হাসান,প্রধান মহাদ্দেস মাওলানা মোহাম্মদ ফয়েজউল্ল্যাহ প্রমুখ।
এসময় বক্তরা বলেন, তরুনদের সমাজ বিনির্মানে তরুনদের এগিয়ে আসতে হবে।
বয়স্কদের অভিজ্ঞতা ও তারুণ্যের উদ্দীপনায় দেশ গঠনের উপর গুরুত্বারোপ করতে হবে।
দেশ ও জাতির কল্যাণের তারুণ্যকে কাজে লাগানোর আহবান জানান বক্তরা ।
বক্তারা আরো বলেন, তরুণদের প্রযুক্তি ব্যবহারে দক্ষ করে গড়ে তুলতে হবে। নিজেদের ইংরেজি শিক্ষায় শিক্ষিত হতে হবে। নিজেদের লক্ষ্য নির্ধারণ করে এগিয়ে যেতে হবে। বেশি বেশি বই পড়তে হবে।
আলোচনা সভায় মাদরাসার কয়েক শতাধিক শিক্ষার্থী ও শিক্ষক বৃন্দ উপস্থিত ছিলেন।