ক্রীড়া প্রতিবেদক,অমৃতালোক :
এবারের বিপিএলে টিকিট নিয়ে বিতর্ক যেন থামছেই না। আসর শুরুর আগে থেকেই টিকিট নিয়ে বিক্ষোভ, আন্দোলন হচ্ছে। আজ তৃতীয় দিনেও ঘটলো একই ঘটনা। মিরপুর সুইমিংপুল কমপ্লেক্সের বুথে ভাঙচুর থেকে অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে।
একদিন বিরতিতে দিয়ে আজ আবার মাঠে ফিরেছে বিপিএলের একাদশ আসর। দিনের প্রথম খেলায় দূর্বার রাজশাহীর বিপক্ষে লড়ছে ঢাকা ক্যাপিটালস। ম্যাচ শুরুর আগে সকাল থেকেই টিকিট প্রত্যাশীদের ভিড় বাড়তে থাকে স্টেডিয়াম এলাকায়। মিরপুর ১০ নম্বরে সুইমিংপুল কমপ্লেক্সে পড়ে লম্বা লাইন। কিন্তু এক পর্যায়ে টিকিট নেই শুনে ক্ষুব্ধ হয় দর্শকরা।
সাড়ে এগারোটা নাগাদ বাঁশের বেড়া ধাক্কাতে থাকেন দর্শকরা। একপর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। গেট ভেঙে ভেতরে প্রবেশ করে বুথে ভাঙচুর চালান তারা। এর কিছুক্ষণ পর টিকিট বুথে আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধরা। পরবর্তীতে আগুন নিয়ন্ত্রণ আনে ফায়ার সার্ভিস। এরপর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে আইন শৃঙ্খলারক্ষাকারী বাহিনী।