২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ ■ ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
Search
Close this search box.

লন্ডন ক্লিনিকে খালেদা জিয়ার ‘পূর্ণাঙ্গ স্বাস্থ্য পরীক্ষা’ শুরু

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Print

নিউজ ডেস্ক,অমৃতালোক :

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ‘পূর্ণাঙ্গ স্বাস্থ্য পরীক্ষা’ শুরু করেছেন লন্ডন ক্লিনিকের চিকিৎসকরা। আগামী চারদিন উনার বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা হবে, উনার ডাক্তাররা বাসায় উনাকে দেখতে যাবেন।

খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন এসব তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ‘বুধবার থেকে ম্যাডামের ‘পূর্ণাঙ্গ স্বাস্থ্য পরীক্ষা’ শুরু হয়েছে। আগামী চারদিন উনার বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা হবে। কিছু পরীক্ষার জন্য হয়তো উনাকে লন্ডনে ক্লিনিকেও নিয়ে যাওয়া হবে। আগামী কয়েকটি দিন বেশ কিছু পরীক্ষা-নিরীক্ষা আছে যা চিকিৎসকদের পরামর্শক্রমে করা হচ্ছে।’

কবে দেশে ফিরতে পারেন জানতে চাইলে ডা. জাহিদ বলেন, ‘যেসব পরীক্ষা করার নির্দেশনা আছে, সেগুলোর রিপোর্ট পর্যালোচনা করে এখানকার চিকিৎসকরা সিদ্ধান্ত জানাবেন… কত দ্রুত উনি ছুটি দেয়ার মতো অবস্থায় যেতে পারবেন।’

বিএনপি চেয়ারপারসন লন্ডনের ডেভনশায়ার প্লেসে ‘দ্য লন্ডন ক্লিনিক’র বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক প্যাট্রিক কেনেডি ও অধ্যাপক জেনিফার ক্রসের তত্ত্বাবধায়নে চিকিৎসাধীন আছেন।

আগের চেয়ে ভালো আছেন খালেদা জিয়া

খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থা বিষয়ে জানতে চাইলে অধ্যাপক জাহিদ বলেন, ‘আলহামদুলিল্লাহ, ম্যাডামের মানসিক ও শারীরিক অবস্থা এখন স্থিতিশীল। মানসিকভাবে উনি আগের যেকোনো সময়ের চেয়ে অনেক বেশি ভালো। মাচ বেটার।’

পার্কে হুইল চেয়ারে ঘুরেছেন খালেদা জিয়া

সামাজিক যোগাযোগ মাধ্যমে খালেদা জিয়ার পার্কে ঘুরে বেড়ানোর একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। এ বিষয়ে অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন বলেন, ‘গতকাল (মঙ্গলবার) হুইল চেয়ারে করে জাস্ট উনাকে (খালেদা জিয়া) গাড়ি থেকে নামিয়ে ঘুরানো হয়েছিল। শীত কম ছিল সেজন্য কিছুক্ষণ ঘুরে বেড়িয়েছেন তিনি।’

অবশ্য চিকিৎসকরা খালেদা জিয়াকে হাঁটার পরামর্শ দিয়েছেন বলেও জানান ডা. জাহিদ।

এবার লন্ডনে তারেকের বাসায় দুই ছেলের পরিবারের সদস্যদের নিয়ে ঈদ উদযাপন করেন খালেদা জিয়া। লন্ডনে আছেন তারেক রহমান ও প্রয়াত ছোট ছেলে আরাফাত রহমান কোকোর পরিবারের সদস্যরা। খালেদা জিয়ার লন্ডনে এটি তৃতীয় ঈদ উদযাপন। এবার আট বছরের মাথায় তারেক রহমানের বাসায় ঈদ পালন করছেন তিনি।

নিউজটি ‍শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

আরো খবর

বিভাগীয় সংবাদ