২রা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ ■ ১৯শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
Search
Close this search box.

ভোলার মেঘনায় জলদস্যুর গুলিতে জেলে নিহত, গুলিবিদ্ধ ৩

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Print
আরিয়ান আরিফ, অমৃতালোক :
ভোলা সদর উপজেলার মেঘনা নদীতে জলদস্যুদের গুলিতে মো. হাসান (৩২) নামের এক জেলের মৃত্যু হয়েছে। এছাড়াও আরও তিন জেলে গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন। শনিবার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ৭টার দিকে মেঘনা নদীর ভাংতির খাল পয়েন্টে এ ঘটনা ঘটে।
নিহত হাসান পূর্ব ইলিশা ইউনিয়নের গুপ্তমু্ন্সি গ্রামের সরোয়াদ্দির ছেলে।এই ঘটনায় আরও তিন জেলে আহত হন।আহতরা হলেন- আব্বাস মাঝি, কাঞ্চন ও সোহেল। তাদের ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা জানান, শনিবার বিকেলে আব্বাস মাঝির নৌকায় করে ভোলার মেঘনায় জেলেরা মাছ ধরার জন্য নদীতে যায়। সন্ধ্যায় একদল ডাকাত জেলেদের ট্রলারে ডাকাতির চেষ্টা চালায়। জেলেরা প্রতিহত করতে চাইলে তাদের উপর গুলি চালায়। এতে এক জেলে নিহত হয়। এতে আহত হয়েছে আরও তিন জেলে। আহত ও নিহত জেলের বাড়ি ভোলা সদরের বাগার হাওলা এলাকায় বলে জানা গেছে।পরে ট্রলারে থাকা অন্য জেলেরা হাসানের মরদেহসহ ট্রলারটি তীরে নিয়ে আসলে স্থানীয়রা আহতদের উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে আসে।
এদিকে খবর পেয়ে পুলিশ, নৌ পুলিশ ও কোস্ট গার্ডের তিনটি দল ঘটনাস্থল পরিদর্শনে গেছে। এ সব তথ্য নিশ্চিত করে ভোলা নৌপুলিশের ইনচার্জ মো. শাহিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে নৌপুলিশ পাঠানো হয়েছে।
ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসনাইন পারভেজ বলেন, আপাতত এ বিষয়ে কিছু বলা সম্ভব না। পুলিশ ঘটনাটি খতিয়ে দেখছে। হাসানের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে মর্গে নেয়ার কার্যক্রম চলছে।
পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক জানান, মেঘনায় ডাকাতদের হামলায় গুলিবিদ্ধ হয়ে এক জেলে মারা গেছেন। ওই ঘটনায় তিন জেলে আহত হন।ঘটনাস্থলে পুলিশ, নৌ পুলিশ ও কোস্ট গার্ডের কাজসহ একাধিক টিম করছে।আহতদের কাছ থেকে মূল ঘটনা জানার চেষ্টা করা হচ্ছে। পুরো বিষয়টি নিয়ে তদন্ত চলছে।
অমৃতালোক/সারাদেশ /তানভীর-০১/০২/২৫

নিউজটি ‍শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

আরো খবর

বিভাগীয় সংবাদ