২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ ■ ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
Search
Close this search box.

বাংলাদেশি ব্যবসায়ীদের পণ্যবাহী চার জাহাজ আটকে রেখেছে আরাকান আর্মি

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Print

নিউজ ডেস্ক,অমৃতালোক :

কক্সবাজারের টেকনাফের স্থলবন্দরের উদ্দেশ্যে মিয়ানমারের ইয়াঙ্গুন থেকে ছেড়ে আসা ৪টি পণ্যবাহী জাহাজ তিন দিন ধরে আটকে রেখেছে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি (এএ)। জাহাজগুলোতে বাংলাদেশি ব্যবসায়ীদের আনুমানিক ৪০ কোটি টাকার পণ্য রয়েছে। 

সবর্শেষ তথ্য অনুযায়ী শনিবার (১৮ জানুয়ারি) পর্যন্ত পণ্যবাহী জাহাজগুলো আরাকান আর্মি ছাড়েনি বলে জানিয়েছেন টেকনাফ স্থলবন্দর সিএন্ডএফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এহেতাশামুল হক বাহাদুর। এর আগে বৃহস্পতিবার দুপুরে দিকে প্রথম দফায় দুটি এবং শুক্রবার দুটিসহ মোট চারটি পণ্যবাহী জাহাজ আটক করে আরাকান আর্মি। জাহাজগুলো টেকনাফ জেটিঘাটের ওপারে মিয়ানমার সীমান্তে থেকে আটক করা হয় বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।

সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এহেতাশামুল হক বাহাদুর বলেন, গত বৃহস্পতিবার দু’টি  ও শুক্রবার দু’টি সহ মোট ৪টি পণ্যবাহী জাহাজ মিয়ানমারের ইয়াঙ্গুন থেকে কক্সবাজারের টেকনাফ স্থলবন্দরের উদ্দেশে ছেড়ে আসার সময় আরাকান আর্মি টেকনাফ জেটিঘাটের ওপারের মিয়ানমার সীমান্তে আটকে দেয়। এরপর থেকে তিন দিন হচ্ছে, এখনও পণ্যবাহী জাহাজ চারটি আরাকান আর্মি ছেড়ে দেয়নি। জাহাজগুলো আরাকান আর্মি আটকের বিষয়ে আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনীকে জানিয়েছি। চার জাহাজে ৩০ থেকে ৪০ কোটি টাকার পণ্য রয়েছে।

এ ব্যাপারে টেকনাফ স্থলবন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান ইউনাইটেড ল্যান্ড পোর্ট লিমিটেডের মহাব্যবস্থাপক মো. জসিম উদ্দিন চৌধুরী বলেন, মিয়ানমার থেকে টেকনাফ স্থলবন্দরের উদ্দেশ্যে ছেড়ে আসা বাংলাদেশি ব্যবসায়ীদের পণ্যবাহী জাহাজ আরাকান আর্মি তিনদিন ধরে আটকে রেখেছে। এখনও পর্যন্ত আটকে রাখা জাহাজগুলো ছাড়ে নি।

এ ব্যাপারে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন বলেন, টেকনাফ স্থলবন্দরে উদ্দেশে আসা পণ্যবাহী জাহাজগুলো আরাকান আর্মির হাতে আটকের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

নিউজটি ‍শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

আরো খবর

বিভাগীয় সংবাদ