নিউজ ডেস্ক,অমৃতালোক :
‘দ্বিতীয় স্বাধীনতা’র কথা যারা বলেন, তারা আজকের স্বাধীনতা দিবসকে খাটো করতে চান বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে বুধবার সকালে সাভারের জাতীয় স্মৃতিসৌধে শহীদের প্রতি শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি।
মির্জা আব্বাস বলেন, ‘ছাত্র–জনতার আন্দোলনের মাধ্যমে নতুন করে স্বৈরাচারকে তাড়িয়ে স্বাধীনতার নতুন স্বাদ পেয়েছি। এটাকে অনেকে বলেন দ্বিতীয় স্বাধীনতা। আসলে আজকের স্বাধীনতা দিবস প্রমাণ করে, দ্বিতীয় স্বাধীনতা বলে বাংলাদেশে কিছু নেই। যারা বলেন, তারা আজকের স্বাধীনতা দিবসকে খাটো করতে চান, একাত্তরের স্বাধীনতায় তাদের কোনো ভূমিকা ছিল না। সুতরাং এই দিনটাকে তারা খাটো করতে চান। আমি বলব, তারা যেন এখানেই বিরত থাকেন।’
এ সময় এই স্বাধীনতা দিবসকে সম্মান জানানোর আহ্বান জানান তিনি।
মির্জা আব্বাস বলেন, ‘এই স্বাধীনতাকে যেন আমরা ধরে রাখতে পারি। আমাদের পরবর্তী প্রজন্ম যেন এই স্বাধীনতা ধরে রাখতে পারে, সেজন্য আল্লাহর কাছে আমরা দোয়া করব।’ স্বাধীনতার স্বাদ মাঝে ‘হারিয়ে গিয়েছিল’, যেটা ৫ আগস্টের পর নতুন করে ফিরে পেয়েছেন বলে উল্লেখ করেন তিনি।
রাজনৈতিক দলগুলোর মধ্যে জাতীয় ঐক্য প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন, ‘‘দলীয় আদর্শের ভিত্তিতে বর্তমানে দলগুলো আলাদা কথা বলছে। তবে প্রয়োজনের সময় বাংলার মানুষ ‘স্বাধীনতা সার্বভৌমত্বের স্বার্থে এক হয়ে যাবে’’।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, ‘অনৈক্যের কিছু নাই, স্বার্থ সংঘাত আছে। প্রত্যেকটা দলে যার যার একটা মতাদর্শ আছে, যার যার মতাদর্শের জায়গা থেকে তারা কথা বলে যাচ্ছে। এটা অনৈক্য আমি বলব না’।
অমৃতালোক /তানভীর