২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ ■ ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
Search
Close this search box.

গুম-বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের বিচার দাবিতে সোহরাওয়ার্দীতে সমাবেশ

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Print

আহাদ চৌধুরী তুহিন,অমৃতালোক :

ন্যায়বিচারের দাবিতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করেছেন গুম, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, শাপলা চত্বরের ঘটনা, পিলখানা হত্যাকাণ্ড এবং জুলাই গণঅভ্যুত্থানে ভুক্তভোগীদের পরিবারের সদস্য ও স্বজনরা।

আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে মঙ্গলবার (১০ ডিসেম্বর) এ সমাবেশের আয়োজন করে গুমের শিকার ব্যক্তিদের পরিবারের সদস্যদের সংগঠন ‘মায়ের ডাক’।

সমাবেশে অংশ নিতে দুপুরের সোহরাওয়ার্দী উদ্যানে জড়ো হন নিহতদের পরিবারের সদস্য, জাতিসংঘের প্রতিনিধি, স্থানীয় ও আন্তর্জাতিক মানবাধিকার কর্মী এবং বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের নেতাকর্মীরা। এ সময় তাদের হাতে ছিল নিখোঁজ স্বজনদের ছবি ও প্ল্যাকার্ড। তাদের সঙ্গে সমাবেশে অংশ নেন জুলাইয়ের অভ্যুত্থানে চোখ বা শরীরের অন্য অংশ হারিয়েছেন এমন অনেকে।

সমাবেশে বক্তারা বলেন, যেসব পরিবারের সদস্যরা এখনো নিখোঁজ রয়েছেন, স্বজনরা তাদের অবস্থান নিয়ে এখনো কিছুই জানেন না। তারা স্বজনদের তথ্য জানার পাশাপাশি ন্যায়বিচারের দাবিও জানিয়েছেন।

সমাবেশে ছিলেন বিএনপি নেতা মঈন খান ও শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, জামায়াত নেতা গোলাম পরওয়ার, মানবাধিকার কর্মী নূর খান; গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, এবি পার্টির সদস্য সচিব মজিবুর রহমান মঞ্জু, বৈষম্যবিরোধী ছাত্রনেতা হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলম, জাতীয় নাগরিক কমিটির নাসির উদ্দিন পাটোয়ারী ও আখতার হোসেন, বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারীর কার্যালয়ের সিনিয়র মানবাধিকার উপদেষ্টা হুমা খান এবং মায়ের ডাকের প্রতিষ্ঠাতা হাজেরা খাতুন।

অমৃতালোক/এনএন/১০/১২/২৪

নিউজটি ‍শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

আরো খবর

বিভাগীয় সংবাদ