২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ ■ ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
Search
Close this search box.

অমৃতালোক সম্পাদকসহ দেশসেরা ১১ সাংবাদিক পাচ্ছেন বিএমএসএফের যুগরত্ন সম্মাননা

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Print

বিশেষ প্রতিনিধি,অমৃতালোক:

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের (বিএমএসএফ) যুগরত্ন সাংবাদিক সম্মাননা পাবেন দেশের ১১ জন আলোকিত  সাংবাদিক। এছাড়া একইসঙ্গে দেশসেরা সংবাদ সম্মাননা, রতন সরকার স্মৃতি সম্মাননা, সাংবাদিকদের মেধাবী ২০ সন্তানকে শিক্ষা সম্মাননা  এবং পেশাগত দায়িত্ব পালনে হত্যার শিকার সাংবাদিকদেরকে মরণোত্তর সাংবাদিক সম্মাননাও দেওয়া হবে।

আগামি রোববার (২২ ডিসেম্বর) দুপুর ৩টায় পর্যটন নগরী কক্সবাজারের সাংস্কৃতিক কেন্দ্রে এ সম্মাননা দেওয়া হবে।

এদিকে ২২ ও ২৩ ডিসেম্বর বিজয় শোভাযাত্রা ও মিলনমেলা উপলক্ষে সাংবাদিকদের এ  সম্মাননা দেওয়া হবে বলে জানিয়েছেন আয়োজক কমিটির সদস্য নুরুল হুদা বাবু।

এর আগে ১২ ডিসেম্বর সংগঠনের পক্ষ থেকে যুগরত্ন সাংবাদিক সম্মাননা-২০২৪ মনোনীতদের তালিকা প্রকাশ করে বিএমএসএফ।

মনোনীতরা হলেন— হাসানুর রহমান ঝন্টু (বাংলাদেশ প্রতিদিন) বরগুনা, এম এ আহাদ চৌধুরী তুহিন (দৈনিক ইত্তেফাক,এটিএন বাংলা জেলা প্রতিনিধি ও সম্পাদক দৈনিক অমৃতালোক) ভোলা, দুলাল সাহা (যমুনা টেলিভিশন) ঝালকাঠি, আবুল হোসেন আজাদ (দৈনিক খবর) ফরিদপুর, অধ্যাপক ওসমান গনি (সম্পাদক ও প্রকাশক, দৈনিক মৈত্রী) বান্দরবান, মমতাজ উদ্দিন বাহারী (দ্যা নিউজ টুডে) কক্সবাজার, এবিএম আতিকুর রহমান (দৈনিক কালের কন্ঠ) দেবীদ্বার-কুমিল্লা, সৈয়দ মাহফুজ উন নবী খোকন (দৈনিক যুগান্তর) সাতকানিয়া-চট্টগ্রাম, বিমল কুমার সাহা (ইত্তেফাক, ইনডিপেনডেন্ট টেলিভিশন ও বিডিনিউজ) ঝিনাইদহ, শ্যামলেন্দু পাল (দৈনিক ইত্তেফাক) নেত্রকোনা এবং এম জাহেদ চৌধুরী (প্রতিদিনের বাংলাদেশ, দৈনিক পূর্বকোণ ও সমুদ্রকন্ঠ চকরিয়া-কক্সবাজার)।

ওইদিন যুগরত্ন সম্মাননার জন্য মনোনীত সাংবাদিকদের অনুষ্ঠানস্থলে উপস্থিত হয়ে সম্মাননা গ্রহণ করার অনুরোধ জানিয়েছেন বিএমএসএফ’র ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর।

 

নিউজটি ‍শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

আরো খবর

বিভাগীয় সংবাদ