২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ ■ ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
Search
Close this search box.

৬ বছর পর স্বামী-সন্তান নিয়ে প্রকাশ্যে পপি

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Print

বিনোদন ডেস্ক,অমৃতালোক :

থানায় বোনের জিডি করার পর স্বামী, সন্তান নিয়ে প্রকাশ্যে আসেন ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা সাদিকা পারভীন পপি। লুকিয়ে বিয়ে করায় দীর্ঘদিন ধরেই মিডিয়ার আড়ালে ছিলেন অভিনেত্রী। তবে পারিবারিক কারণেও ৬ বছর নিজেকে গৃহবন্দি করে রেখেছিলেন তিনি।

জানা যায়, প্রায় ৬ বছর আগে জাহাজ ব্যবসায়ী আদনান উদ্দিন কামালকে বিয়ে করেছেন পপি। তাদের সংসারে চার বছরের একটি পুত্র সন্তান রয়েছে। সংসার সুখের হলেও অশান্তি ছিল পরিবারে। কারণ পপির এটি প্রথম বিয়ে হলেও আদনানের ছিল দ্বিতীয় বিয়ে। প্রথম ঘরে আদনানের স্ত্রী ও তিনটি সন্তান রয়েছে। তাই পরিবারের চাপে পপিকে প্রকাশ্যে আনতে পারেননি তিনি। বিয়ের পর থেকেই আদনানের পরিবার পপিকে মেনে নেয়নি। এখনও মেনে নিয়েছে কি না তা নিশ্চিত করা যায়নি। জানা যায়, বিয়ের পর স্বামীকে নিয়ে ধানমন্ডির একটি বাসায় থাকতেন পপি। সে সময় থেকেই এক প্রকার ‘গৃহবন্দি’ হয়ে থাকতেন। যে কারণে ঢালিউডের সিনেমায় অভিনয় করা থেকে দূরে সরে যান অভিনেত্রী। এরপর তাদের ছেলে আয়াতকে ঘিরেই সময় কাঁটতে থাকে তার। বর্তমানে স্বামী ও সন্তান নিয়ে খুলনায় বসবাস করলেও মাঝেমধ্যে ঢাকায় আসেন পপি।

সম্প্রতি পৈতৃক সম্পত্তির ভাগ ভাই-বোনদের না দিয়ে একাই ভোগ করতে চাওয়ায় পারিবারিক কলহে জড়িয়ে পড়েন।  সোমবার খুলনার সোনাডাঙ্গা থানায় জিডি করেন অভিনেত্রীর বোন ফিরোজা পারভীন। পপির বিরুদ্ধে থানায় জিডি করার পরই অভিনেত্রীর স্বামী, সন্তানের খবর ছড়িয়ে পড়ে বিভিন্ন সংবাদমাধ্যমে।  তবে এ ঘটনায় চিত্রনায়িকা পপির সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো সাড়া মেলেনি।
অমৃতালোক/বিনোদন/০৫/০২/২৫

নিউজটি ‍শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

আরো খবর

বিভাগীয় সংবাদ