২১শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ ■ ৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
Search
Close this search box.

এসকে সুরের লকারে পাওয়া গেল ১ লাখ ৬৯ হাজার মার্কিন ডলার, ১ কেজি স্বর্ণসহ এফডিআর নথি

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Print

নিউজ ডেস্ক,অমৃতালোক :

বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর সিতাংশু কুমার সুর চৌধুরী ওরফে এস কে সুরের ৩টি লকার থেকে বিপুল বিদেশি মুদ্রাসহ স্বর্ণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রোববার রাতে বাংলাদেশ ব্যাংকে থাকা তার তিনটি লকার খুলতে সক্ষম হয় দুদকের ৭ সদস্যের দল।
সংস্থাটির পরিচালক কাজী সায়েমুজ্জামান মানবজমিনকে বলেন, এসকে সুর ও তার পরিবারের নামে থাকা তিনটি লকার থেকে বিপুল পরিমাণ বিদেশি মুদ্রা ও সোনার গহনা উদ্ধার করেছি।

তিনি জানান, লকারগুলো থেকে ৫৫ হাজার ইউরো ছাড়াও ১ লাখ ৬৯ হাজার ৩শ’ ডলার এবং এক হাজার ৫ গ্রাম স্বর্ণ ও ৭০ লাখ টাকার এফডিআর নথি পাওয়া গেছে।
স্বর্ণের মধ্যে রয়েছে, ২৩ চেইন, দুটি টিকলি, কানের দুল ১৪ টি, লকেট তিনটি, চুড়ি ছয়টি, সীতাহার দুটি, আংটি তিনটি, কয়েন তিনটি, সোনার চামচ তিনটি, একটি নোলক, ব্রেসলেট একটি, গলার হার তিনটি মুকুট একটি।
এছাড়া অন্য একটি লকারে দুই পিস চুড়ি, সীতাহার একটি, মুকুট দুটি, দুটি লকেট, একটি টিকলি, গলার চেইন তিনটি, দুটি হার, আটটি কানের দুল এবং চারটি স্বর্ণের শার্টের বোতাম পাওয়া গেছে।
এর আগে রোববার বেলা ১১টার দিকে কেন্দ্রীয় ব্যাংকে উপস্থিত হয় দুদকের সাত সদস্যের প্রতিনিধি দল। পরে লকারের দায়িত্বে থাকা নির্বাহী পরিচালকের সঙ্গে নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ দুদক পরিচালক কাজী মো. সায়েমুজ্জামানের নেতৃত্বে ওই প্রতিনিধি দলের বৈঠক হয়।
এর আগে গত মাসেই এসকে সুর ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে নন সাবমিশন মামলা দায়ের করে দুদক। পরে আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় সংস্থাটি তাকে গ্রেপ্তার করে।

নিউজটি ‍শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

আরো খবর

বিভাগীয় সংবাদ